সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। কালো রঙের এক্স নোহায় করে মাদকের ওই চালান নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা।
শনিবার সকাল ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়ক থেকে মাদকের এই চালান আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও আটক করা হয়।
বৈরাগীবাজারনিউজডটকম
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে কালো রঙের এক এক্স নোহা আটকে তল্লাশি করে বিভিন্ন ধরণের ১ হাজার ৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় এক্স নোহাটিও জব্দ করা হয়।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.