আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা

সালমান শাহ’র হত্যার বিচারের দাবীতে সিলেটের রাস্তায় ভক্তরা

সালমান শাহ’র হত্যার বিচারের দাবীতে সিলেটের রাস্তায় ভক্তরা

ছবি: সংগৃহীত


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু দেশের লাখো দর্শককে শোকাহত করেছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। যেটিকে 'অপমৃত্যু' বলে উল্লেখ করা হয়েছিল। তবে সেটি এবার নতুন মোড় নিয়েছে। দীর্ঘ ২৯ বছর পর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। সিলেটেও সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সালমান শাহ ভক্তদের মধ্যে বিচার প্রক্রিয়ার জন্য তীব্র ক্ষোভ ও হতাশা থাকায় এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

 
 

মানববন্ধন আয়োজন করে ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট সিলেট,’ যা এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এসময় বক্তারা হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।

 

সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে সিলেট শহিদ মিনার প্রাঙ্গণে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বক্তারা বলেছেন, ‘দীর্ঘ ২৯ বছর পরও সালমান শাহ হত্যাকাণ্ডের ন্যায় বিচার সম্পূর্ণ হয়নি। এ পর্যন্ত আসামিপক্ষ বারবার তদন্ত সংস্থাকে ব্যবহার করে স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করিয়েছে, যা হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনে বাধা সৃষ্টি করেছে। আমরা আশা করি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।’

 

একজন বক্তা আরও বলেন, ‘সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন আমাদের প্রজন্মের প্রিয় মানুষ। তাঁর অকাল মৃত্যু দেশের বিনোদন জগতের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আজও আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবং হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে একত্রিত হয়েছি।’

 

মানববন্ধনে উপস্থিত ভক্তরা সামাজিক শৃঙ্খলা বজায় রেখে নীরব প্রর্দশন করেন। তারা প্লাকার্ড ও ব্যানারে লিখিত বিভিন্ন দাবি বহন করেন। অনেকের হাতে ছিল ‘সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার চাই’, ‘আসামীদের দ্রুত গ্রেফতার করুন’ এবং ‘ন্যায়বিচার চাই’ লেখার প্লাকার্ড।

 

ভক্ত সমাজ ও সাধারণ মানুষদের মধ্যে সালমান শাহ হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে গভীর সমবেদনা সৃষ্টি করেছে। তারা মনে করেন, দীর্ঘদিন আটকে থাকা বিচার প্রক্রিয়া এবং ন্যায়বিচারে ব্যর্থতা সমাজে সঠিক বার্তা পৌঁছে দিতে পারছে না। মানববন্ধনের মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ এবং হত্যার প্রকৃত দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছেন।

 

মানববন্ধনের শেষ অংশে বক্তারা বলেন, ‘সালমান শাহ-এর মৃত্যু শুধুমাত্র একটি ব্যক্তিগত ক্ষতি নয়; এটি আমাদের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের জন্যও বড় ধাক্কা। আসামিরা যত দ্রুত সম্ভব গ্রেফতার না হলে এবং যথাযথ বিচার প্রক্রিয়া শুরু না হলে, সমাজে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে।’

 

এসময় ভক্তরা আরও দাবি করেন, মামলার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও তদন্ত সংস্থাগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের প্রতি আশ্বাস দেন যে, সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত হলে সমাজের জনগণ শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার দেখবে।

 

মানববন্ধনে অংশ নেওয়া ভক্তরা আশা প্রকাশ করেছেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সালমান শাহ হত্যাকাণ্ডের আসামিরা বিচারকের সামনে উপস্থিত হবেন এবং ন্যায়বিচারের প্রক্রিয়া শুরু হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)