গোলাপগঞ্জে প্রতারণার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে, গোলাপগঞ্জ বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজ ও খালপাড় বাজারের ফাতেমা ফ্যামিলি শপ। ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার ও ফাতেমা ফ্যামিলি শপকে ২ হাজার টাকা জরিমনা ও তাৎক্ষনিক তা আদায় করা হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, সম্প্রতি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় যে, একটি কোল্ড ড্রিংকস’ এর ক্যানের গায়ে অন্য ‘কোল্ড ড্রিংকস’ এর মোড়ক লাগিয়ে তা বাজারজাত করা হচ্ছে। বিভিন্ন খুঁচরা ও পাইকারি বাজারে দেখা যায়, প্রাণ-আপের আসল বোতলের গায়ে লাগানো হচ্ছে পাওয়ার কোল্ড ড্রিংকসের মোড়ক। ফলে সাধারণ ক্রেতারা বোতলের বাইরের মোড়ক দেখে ক্রয় করে প্রতারিত হচ্ছেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, সিলেটের সহায়তায় র্যাব-৯, সিলেট সদর কোম্পানীর একটি দল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ বাজার ও খালপাড় বাজারে অভিযান চালানো হয়।
এ সময় ‘প্রাণ আপ’ কোল্ড ড্রিংকসের বোতলের গায়ে ‘পাওয়ার কোল্ড ড্রিংকস’ লেখা ১৩২০ বোতল কোল্ড ড্রিংকস পাওয়া যায়। এর পরপরই এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.