আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

বিয়ানীবাজারে প্রবাসীকে হেনস্তার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বিয়ানীবাজারে প্রবাসীকে হেনস্তার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের জনসভা শেষে এক প্রবাসীকে হেনস্তার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।

 

বুধবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের মধ্যবাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে একজন রেমিটেন্স যোদ্ধার প্রতি এমন ন্যাক্কারজনক আচরনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

পরে এলাকাবাসীর পক্ষ থেকে শহরে প্রতিবাদ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। এতে দ্রæত জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।

তিলপাড়া ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সাহাব উদ্দিন (৫০) কে অন্যায়ভাবে অপবাদ দিয়ে হেনস্তা করেন গণঅধিকার পরিষদের সভায় আগত কিছু বহিরাগত লোক। এ ঘটনায় সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।

 

এদিকে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, সুজন সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ব্যবসায়ী আতিকুর রহমান, বিএনপি নেতা কামাল হোসেন,  সদরপুর গ্রামের মাতাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইউপি সদস্য এনাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য সামছুল ইসলাম, আনোয়ার হোসেন, হেলাল আহমদ, যুবদল নেতা আব্দুস শুকুর, পরিবহণ শ্রমিক নেতা এমরান হোসেন, আবু বক্কর, সুমন আহমদ, বিলাল আহমদ, তুহিন আহমদ প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভাস্থল থেকে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেন মধ্যপ্রাচ্য প্রবাসী সাহাব উদ্দিন। এ সময় তিনি সন্দেহভাজন একজনকে ধমক দিলে তারা ওই প্রবাসীর উপর চড়াও হয়। তখন আত্মরক্ষার্থে দৌড় দেন সাহাব উদ্দিন। একপর্যায়ে তার পিছু ধাওয়া করে মব সৃষ্টি করে মোবাইল চোররা। এরপর পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ওই প্রবাসীকে নির্দোষ ঘোষণা করে তাকে ছেড়ে দেয়। ঘটনাস্থল থেকেই প্রবাসীর মানিব্যাগ ও বাসার চাবি হারিয়ে গেছে। মবসৃষ্টিকারী সবার বাড়ি জেলার অন্যান্য উপজেলায়।

 

আগামীপ্রজন্ম

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)