আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে মিতালী ফুডস নামক বেকারিকে গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক/চিহ্ন ব্যবহার করার অপরাধে 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর ১৫ (১) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

আরেক অভিযানে একই বাজারের ফেমাস বেকারিকে উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এ গরমিল থাকায় একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

এ দুটি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য প্রতিষ্ঠান গুলোকে বিশেষভাবে সর্তক করা হয়।

পৃথক দুটি অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (বিএসটিআই), বিভাগীয় কার্যালয়, সিলেট এর একটি টিম, বাজার কমিটির সদস্যরা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সিলেট টুডে

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)