বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী নওয়াগ্রাম ও পার্শ্ববর্তী দুবাগ ইউনিয়নের সাদিমাপুর ও বাঙ্গালহুদা গ্রামের মধ্যে দফা দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ সংঘর্ষের পর বুধবার দুপুরে পুনরায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নওয়াগ্রামের একটি জায়গায় মাছ ধরতে গেলে পার্শ্ববর্তী এলাকার কয়েকজনের সঙ্গে নওয়াগ্রামের জায়গার ২ মালিকের সাথে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে এবং বুধবার দুপুর থেকে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ বিকালে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার সুষ্ঠুভাবে সমাধানের জন্য প্রতিবেশি দুই ইউনিয়নের জনপ্রতিনিধিরা বিশিষ্টজনদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা চালাচ্ছেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.