আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
মনোনয়ন পেয়ে মঙ্গলবার (০৪ নভেম্বর) সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন তিনি।
মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লুনা। এ সময় তিনি বলেন, ‘বিএনপি আমাকে বিশ্বাস ও ভরসা করে সিলেট -২ আসনের মনোনয়ন দিয়েছে, আমি এ আসনটিতে জয়লাভ করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চাই।’
বিএনপি তাকে মনোনয়ন প্রদান করায় তিনি বিএনপিকে কৃতজ্ঞতা জানান।
এ সময় লুনা বলেন, ‘এম ইলিয়াস আলীর স্বপ্ন পূরণে ওসমানীনগর-বিশ্বনাথবাসীর জন্য কাজ করতে চাই। আমি বিশ্বাস করি এ আসন ইলিয়াস আলীর আসন। এখানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লআহ।’
নিবার্চন নিয়ে তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেন নি। জনগণ ভোট দেয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আমরা একটি সুষ্ঠু ভোটের পরিবেশ প্রত্যাশা করি বর্তমান সরকারের কাছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.