মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনার মানোন্নয়নে অটোমেশন শীর্ষক এক সেমিনার (৩ নভেম্বর) সোমবার অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনা, ডায়নামিক ওয়েবসাইট ও স্মার্ট সফটওয়্যারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ কুমার বর্ধন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রীমঙ্গল। তিনি বলেন,
বর্তমান বিশ্বে অটোমেশন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অবশ্যম্ভাবী। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য ব্যবস্থাপনা, একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কাজ আরও সহজ, দ্রুত ও কার্যকর করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় অটোমেশনের প্রয়োজনীয়তা, বর্তমান প্রতিবন্ধকতা ও বাস্তবসম্মত সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, ওয়েবসাইট ও স্মার্ট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি, উপস্থিতি, ফলাফল, ফি আদায়, একাডেমিক ক্যালেন্ডারসহ সব প্রশাসনিক কার্যক্রমকে একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনা সম্ভব। এতে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায় এবং সময় ও পরিশ্রম উভয়ই কমে আসে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন —
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক *জনাব অয়ন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত প্রসাদ কুর্মি, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজল মিয়া, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনউদ্দিন আহমদ, আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মোঃ আব্দুল বাছিত, বিষামনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলক পাল, নটর ডেম স্কুল অ্যান্ড কলেজ ও সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার প্রতিনিধিবৃন্দ।
আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এরিয়া সেলস ম্যানেজার বিভাস চন্দ্র দাস, টেরিটরি সেলস ম্যানেজার কানন চন্দ শীল, জামিল আহমেদ ও পলাশ দাস।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর শুধু প্রশাসনিক দক্ষতাই বাড়ায় না, বরং শিক্ষার্থীদের শেখার পরিবেশকেও করে তোলে আরও প্রযুক্তি-বান্ধব ও সময়োপযোগী।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.