আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা

বিয়ানীবাজার গ্যাসফিল্ড থেকে ৫ লাখ টাকার গাছ কাটলেন সিবিএ নেতা

বিয়ানীবাজার গ্যাসফিল্ড থেকে ৫ লাখ টাকার গাছ কাটলেন সিবিএ নেতা

ছবি: সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার গ্যাসফিল্ডের আবাসিক এলাকা থেকে বিনা অনুমতিতে অবৈধভাবে প্রায় ৫ লাখ টাকার গাছ কেটে নিয়েছেন আব্দুর রহমান নামে সিবিএ এর নেতা। 


গত শুক্রবার ( ৭ নভেম্বর) এ ঘটনাটি ঘটলেও সিবিএ নেতা আব্দুর রহমানের তীব্র দাপটের কারণে গ্যাসফিল্ডের কেউই মুখ খুলছেন না কেউ।


আব্দুর রহমান সিবিএ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার গ্যাসফিল্ডের লউডি অপারেটর।


জানা গেছে, আকাশি প্রজাতির ছোটবড় ২২টি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দিয়েছেন তিনি। যার বাজারমূল্য কমপক্ষে ৫ লাখ টাকা।


জানা গেছে, বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ায় অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডের ২নং কূপের আবাসিক এলাকা থেকে সম্প্রতি গাছগুলো কাটা হয়। অনেকটা প্রকাশ্যে গাছগুলো কেটে নিয়ে দ্রুত তা অন্যত্র বিক্রি করে দেন তিনি। গাছগুলো কাটার ক্ষেত্রে তিনি কারো অনুমতি নেননি বলে জানা গেছে।


গ্যাস ফিল্ডের লউডিং অপারেটর আব্দুর রহমানের বিরুদ্ধে বিগত সময়ে আরও নানা অভিযোগ ওঠায় তাকে রশিদপুরে বদলি করা হয়েছিল। কিন্তু ক্ষমতাবান ওই সিবিএ নেতা তৎকালীন আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তাত করে বদলির আদেশ পরিবর্তন করে ফের বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এ চলে আসেন। ওই সিবিএ নেতা পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রতভাবে জড়িত বলে অনেকেই জানান।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ভেতর থেকে গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আব্দুর রহমান রুমী গিয়ে গাছগুলো উদ্ধার করেন। অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রির সাথে স্থানীয় কর্মচারী লীগের (সিবিএ) এর সভাপতি প্রদীপ কুমার শর্মা ও সাধারণ সম্পাদক মো. উসমানের ছত্রছায়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা।


এদিকে, অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে গ্যাসফিল্ডের লউডিং অফিসার ও সিবিএ নেতা আব্দুর রহমান কালবেলাকে জানান, ‘আমি তো চাইলেই গাছ কেটে বিক্রি করতে পারি না। এ বিষয়ে আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করেন বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)