আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

দুই সেঞ্চুরির পর বড় লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

দুই সেঞ্চুরির পর বড় লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

ছবি: ইন্টারনেট


আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় দিন থেকেই আছে চালকের আসনে। আজও সে সুতোয় ঢিল পড়তে দেয়নি। জোড়া সেঞ্চুরি আর ৩ ফিফটিতে ভর করে রেকর্ডই গড়ে ফেলেছে। তবে সুযোগ ছিল আরও ২ রেকর্ডের। সেসব রেকর্ডকে পায়ে ঠেলে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ।  

দলের শীর্ষ চার ব্যাটার ফিফটি করেছেন। এমন কীর্তি এই প্রথম দেখল বাংলাদেশ। সাদমান ইসলাম ৮০ রান করলেও অন্য ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭১ রানের বিশাল ইনিংস খেলেছেন। এরপর মুমিনুল হক করেছেন ৮২। নাজমুল হোসেন শান্ত করেছেন ঠিক ১০০ রান।

 

সেঞ্চুরি করেই নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। তবে তার আগেই বাংলাদেশ রেকর্ড গড়ে ফেলেছে। নিজেদের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের ‘রেকর্ড’টা ছিল ৫৬০ রানের, ২০২০ সালে গড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

 

সেঞ্চুরি করেই নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। তবে তার আগেই বাংলাদেশ রেকর্ড গড়ে ফেলেছে। নিজেদের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের ‘রেকর্ড’টা ছিল ৫৬০ রানের, ২০২০ সালে গড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

বাংলাদেশ এরপর ইনিংস শেষ করেছে ৫৮৭ রানে। ফলে আরও দুই রেকর্ড গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। প্রথমটা হচ্ছে দেশের মাটিতে প্রথম ৬০০ রানের রেকর্ড। আর দ্বিতীয়টা নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার হাতছানি। দুটোর কোনোটাই হয়নি। 

এর ফলে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দুটি ইনিংসই রইল দেশের বাইরে। সব মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ৬৩৮ রানের, সেটা এসেছিল ২০১৩ সালে গলে। এরপর ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ডিক্লেয়ার করেছিল বাংলাদেশ, পরে ম্যাচটা হেরেছিল। সিলেটে আজকের ম্যাচটা রইল তালিকার তিনে। 

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে আইরিশদের অলআউট করেছিল ২৮৬ রানে। আর নিজেরা এরপর তুলেছে ৫৮৭ রান। যার ফলে প্রথম ইনিংসের লিডটা গিয়ে ঠেকেছে ৩০১ রান। 

 

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)