ছবি: সংগৃহীত
যুবলীগ নেতা ইমন আহমদকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
শনিবার দুপুরে পৌরশহরের সুপাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, একাধিক মামলার আসামি নেতা ইমন আহমদের (৩৫) বিরুদ্ধে পৃথক দু’টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, নিজ দলের নেতাকর্মীদের মারধররের ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে পৃথক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনা পরবর্তী আরও মামলা রয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.