গোলাপগঞ্জ উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন আবিদা সিফাত। তিনি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের স্থলাভিষিক্ত হবেন।
আবিদা সিফাত বর্তমানে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে গোলাপগঞ্জ উপজেলাসহ ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.