আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা

আন্দোলনের মুখে পুনঃনির্ধারিত হলো সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া

আন্দোলনের মুখে পুনঃনির্ধারিত হলো সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া

সিলেট-ঢাকা আকাশরুটে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির অভিযোগে তীব্র ক্ষোভ ও আন্দোলনের মুখে অবশেষে ভাড়া পুনঃনির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার (২৩ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

 
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান সবসময় যাত্রীবান্ধব সিদ্ধান্ত নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় ঢাকা-সিলেট রুটের সর্বনিম্ন ভাড়া ২ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ট্যাক্সসহ মোট ৩ হাজার ১৯৯ টাকা। আর সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা।

 

বিমান কর্তৃপক্ষ উল্লেখ করে, দেশের মোট অভ্যন্তরীণ যাত্রীর মাত্র ২৭ শতাংশ পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৭৩ শতাংশ পরিবহন করে অন্যান্য এয়ারলাইন্স। বাজারচাহিদা, প্রতিযোগিতা ও সময়ভেদে অন্যান্য এয়ারলাইন্স ভাড়া পরিবর্তন করলেও সিলেট-ঢাকা রুটে বর্তমানে বিমানের ভাড়াই সর্বনিম্ন দাবি করে সংস্থাটি। এছাড়া, অভ্যন্তরীণ যাত্রীসেবা টিকিয়ে রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি দিয়ে আসছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, বুধবার (২৬ নভেম্বর) বিমান কর্তৃপক্ষের পাঠানো তথ্য অনুযায়ী সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাসুম সিলেট ভিউকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তা ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে। বর্তমানে আমরা সেই নির্দেশনাই অনুসরণ করছি। যেহেতু পুরো টিকিট ব্যবস্থাপনা এখন অনলাইন নির্ভর তাই সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবেই নতুন ভাড়া আপডেট হয়ে যাবে। যেকোনো সময় যে ভাড়া কার্যকর থাকবে, সেটি সিস্টেমে রিয়েল টাইমে দেখা যাবে। ফলে যাত্রীরা টিকিট বুকিংয়ের সময় হালনাগাদ ভাড়াই দেখতে পাবেন।

 

উল্লেখ্য, এদিকে সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সিলেটজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। রাস্তাঘাটের দুরবস্থার সুযোগে অসাধু সিন্ডিকেট ভাড়া বাড়িয়েছে এমন অভিযোগ এনে সিলেটে আন্দোলনও চলছে। আন্দোলনকারীরা দ্রুত ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিলেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)