আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ আসনের আপামর জনতাকে বুকে টেনে নিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রতিনিয়ত তিনিও সিক্ত হচ্ছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের ভালোবাসায়।

প্রার্থী ঘোষণার আগে থেকেই এই দুই উপজেলা চষে বেড়াচ্ছেন এমরান আহমদ চৌধুরী। ৩ নভেম্বরের পর থেকে সেই গতি হয়েছে আরও বেগবান। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে, পৌছে দিচ্ছেন বিএনপির ৩১ দফা ও ধানের শীষের ভোটের বার্তা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৫ ডিসেম্বর) এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের শ্রীপুর জামে মসজিদে জুমআর নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় আপমার জনতাকে বুকে টেনে নিয়ে ধানের শীষে ভোট চান তিনি। পরে মুসল্লিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

এর আগে (নামাজের আগে) মুসল্লিদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুআর দরখাস্ত করেন তিনি।

মুসল্লিদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ শেষে লক্ষীপাশা ইউনিয়নের শ্রীপুরসহ ৬ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নবঞ্চিত এলাকা পরিদর্শন করেন সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি বলেন- আপনারা শুধু ভালোবাসা দিয়ে আমাকে সংসদে পাঠান, উন্নয়নের চিন্তা আপনাদের করতে হবে না। তিনি বলেন- মুমূর্ষু অবস্থায় থাকা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এলাকা পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)