বিয়ানীবাজার উপজেলা পরিষদে সোমবার সকালে তৈরি হয় এক আবেগময় পরিবেশ। দায়িত্ব হস্তান্তরের মুহূর্তে অনেকের চোখেই ছিল স্নেহমাখা বিদায়ের ছাপ। দীর্ঘদিন বিয়ানীবাজারে দায়িত্ব পালন শেষে ইউএনও গোলাম মুস্তফা মুন্না সহকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয়দের শুভকামনার মাঝেই বিদায় জানান। বদলি হয়ে তিনি যোগ দিচ্ছেন ভোলা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে।
বিদায়ী ইউএনও গোলাম মুস্তফা মুন্না বলেন, “বিয়ানীবাজারের মানুষের ভালোবাসা ও সহযোগিতা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। উন্নয়ন ও জনসেবার পথে আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। এই এলাকার অগ্রগতি সর্বদা কামনা করি।
ঠিক সেই সময়েই বিয়ানীবাজারে নতুন অধ্যায়ের সূচনা করেন নবাগত ইউএনও উম্মে হাবিবা মজুমদার। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার থেকে বদলি হয়ে বিয়ানীবাজারে যোগ দিয়ে প্রথম দিনের দায়িত্বে বসেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “বিয়ানীবাজারের উন্নয়নকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা চাই। স্বচ্ছতা, সেবা ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই আমার প্রধান অঙ্গীকার।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিয়মিত রদবদলের অংশ হিসেবে এ পদায়ন করা হয়। বিদায় ও বরণ— দুই অনুভূতির মিলনেই দিনটি জুড়ে উচ্চারিত হয়েছে বিদায়ী ইউএনওর প্রতি কৃতজ্ঞতা এবং নবাগত ইউএনওর প্রতি সম্ভাবনাময় প্রত্যাশার বার্তা।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.