আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

‘পোস্টাল ভোটে’ নিবন্ধন করলেন অর্ধলাখ সিলেটি প্রবাসী

‘পোস্টাল ভোটে’ নিবন্ধন করলেন অর্ধলাখ সিলেটি প্রবাসী

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট বিভাগের বিপুলসংখ্যক প্রবাসীর তুলনায় ভোটার নিবন্ধনের হার এখনো আশানুরূপ নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন চালু করা ‘পোস্টাল বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৩৬ দিনে সিলেট বিভাগের চার জেলা থেকে ৫২ হাজারের কিছু বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। তবে সিলেটের মোট প্রবাসী জনসংখ্যার তুলনায় এই সংখ্যা অনেক কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

 

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ১৮ নভেম্বর অনলাইনে ‘পোস্টাল বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। সে হিসেবে নিবন্ধনের সময় বাকি রয়েছে মাত্র দুই দিন।

 

 

সিলেটের প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করলেও এক মাস ছয় দিনে মাত্র ৫২ হাজারের কিছু বেশি প্রবাসীর নিবন্ধন হওয়াকে প্রত্যাশিত নয় বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

 

ইসির তথ্যমতে, ১৮ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলা থেকে মোট ৫২ হাজার ১৪২ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৬ হাজার ৮২০ জন এবং নারী ভোটার মাত্র ৫ হাজার ৩২২ জন। 

 

জেলাভিত্তিক অনুসন্ধ্যানে দেখা গেছে,  নিবন্ধনের সংখ্যায় সিলেট বিভাগে শীর্ষে রয়েছে সিলেট জেলা। এই জেলা থেকে মোট ২৫ হাজার ৫০ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৯২১ জন এবং নারী ৩ হাজার ১২৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে মৌলভীবাজার জেলা। এখান থেকে মোট ১২ হাজার ৮৪৩ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৭০০ জন এবং নারী ১ হাজার ১৪৩ জন।

 

তৃতীয় অবস্থানে থাকা সুনামগঞ্জ জেলা থেকে নিবন্ধন করেছেন ৭ হাজার ৪০৩ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৪৬ জন এবং নারী ৫৫৯ জন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে হবিগঞ্জ জেলা থেকে। এই জেলা থেকে মোট ৬ হাজার ৮১৫ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৩২০ জন এবং নারী ৪৯২ জন।

 

চার জেলার তথ্য ঘেটে দেখা যায়, নারী প্রবাসীদের নিবন্ধনের হার তুলনামূলকভাবে খুবই কম। পাশাপাশি নিবন্ধনের সময়সীমা প্রায় শেষের দিকে পৌঁছালেও কাঙ্ক্ষিত সংখ্যক প্রবাসী এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)