আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

 শিরোনাম
আমিরাতে ৪৪০ বাংলাদেশি রাজকীয় ক্ষমা পেলেন বোর্ডের কর্তা নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম খেলোয়াড়দের সিলেটে ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ সজল গ্রেপ্তার বিয়ানীবাজারে বিএনপিতে যোগ দিলেন সাবেক শিবির নেতা গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজারে তরল গ্যাসের চরম সংকট কমলগঞ্জে মাছের মেলায় ২৫ কেজি ওজনের বোয়াল গত বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪, ১৩২ জনই মোটর সাইকেল আরোহী সিলেটের বিশ্বনাথে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিয়ানীবাজারে পুলিশের অভি/যানে ৬‘শ কেজি ভারতীয় জিরা উদ্ধার- গ্রেপ্তার ২ জন

জকিগঞ্জের ইতালি প্রবাসী আহমেদ হোসাইন পাচ্ছেন প্রবাসী অ্যাওয়ার্ড

জকিগঞ্জের ইতালি প্রবাসী আহমেদ হোসাইন পাচ্ছেন প্রবাসী অ্যাওয়ার্ড

ছবিঃ সংগৃহীত


সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রবাসী অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হবে শনিবার (২৭ ডিসেম্বর)। নগরেরর কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসে থেকে দেশের সম্মান বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কৃতী প্রবাসীদের সম্মাননা প্রদান করা হবে।

 

এবারের আয়োজনে ইতালি প্রবাসী শেফ আহমেদ হোসাইনকে এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে। তার বাড়ি জকিগঞ্জ উপজেলার হাইল ইসলামপুর গ্রামে। একজন সফল পেশাজীবী ও প্রফেশনাল পেস্ট্রি শেফ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতা ও সুনামের মাধ্যমে তিনি প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছেন।

জানা গেছে, পেস্ট্রি ও বেকারি শিল্পে শেফ আহমেদ হোসাইনের পেশাগত দক্ষতা, পরিশ্রম এবং সৃজনশীলতা প্রবাসে বাংলাদেশি কর্মীদের সক্ষমতা ও সম্ভাবনার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। তার পেশাগত সাফল্যের পাশাপাশি প্রবাসে অবস্থান করেও দেশের অর্থনীতিতে অবদান এবং সামাজিক দায়বদ্ধতার ভূমিকার বিষয়টি বিবেচনায় এনে তাকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গত ১৬ ডিসেম্বর, সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে শেফ আহমেদ হোসাইনকে প্রবাসী অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করার বিষয়টি অবহিত করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবাসে অবস্থান করেও যারা নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের মাধ্যমে দেশের সম্মান বৃদ্ধি করছেন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখছেন—তাদের অবদানকে প্রশাসনিকভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

 

শেফ আহমেদ হোসাইন এ সম্মাননায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত সকল পরিশ্রমী প্রবাসী বাংলাদেশির সম্মান ও অনুপ্রেরণা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)