আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

মিথ্যাচার-গুজবের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান

মিথ্যাচার-গুজবের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান

মিথ্যাচার ও গুজবের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, অপশক্তির বিরুদ্ধে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে। গণমাধ্যম দেশের ভালো-মন্দ তুলে ধরবে। মিথ্যাচার, গুজব তুলে ধরবে না। তাহলেই আমরা এগিয়ে যাবো।

সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক স্বদেশ বিচিত্রার ৫ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সাবেক এ মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে চারটি শক্তি নানা কাজে রাষ্ট্রের অগ্রযাত্রায় ব্যত্যয় ঘটাচ্ছে। এদের মধ্যে রয়েছে ধর্মান্ধ ও সাম্প্রদায়িক শক্তি, দুর্নীতিবাজ, দলবাজ ও বৈষম্য।

তিনি বলেন, এখন আমরা এই চারটি লড়াইয়ে আছি। এই লড়াইয়ে রয়েছে তারাই যারা এগুলোকে বিশ্বাস করে না। তারা সবাই ও দেশবাসী আমার বন্ধু। এই লড়াইটা চালিয়ে যেতে তারা সবাই যেন আমাদের সঙ্গে থাকেন।

হাসানুল হক ইনু আরও বলেন, সমালোচনা শুনার ধৈর্য নিয়ে গণতন্ত্রকে ফিতা দিয়ে মাপা যায় না। নির্বাহী বিভাগের কাজ দিয়েও গণতন্ত্রকে ফিতা দিয়ে মাপা যায় না।

এ সময় গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিথ্যাচার না করে গর্বের সঙ্গে সমালোচনা করুন। আর রাজনীতিকদের তা সহ্য করার ক্ষমতা থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর প্রমুখ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)