আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা

আদালত প্রাঙ্গণে স্বামীর ছু রি কা ঘা তে প্রাণ গেল স্ত্রীর

আদালত প্রাঙ্গণে স্বামীর ছু রি কা ঘা তে প্রাণ গেল স্ত্রীর

সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। নিহত নারীর নাম শরিফা আক্তার (২৮)।


তিনি উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার মেয়ে।


এ ঘটনায় ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
 

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা আক্তার ও তার স্বামী আখতার হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে স্ত্রী শরিফা আদালতে একটি মামলা করেন। সোমবার মামলার শুনানিতে উপস্থিত ছিলেন উভয়পক্ষ। শুনানির আগে আদালত প্রাঙ্গণে স্ত্রী শরিফা অবস্থান করছিলেন। এ সময় স্বামী আখতার হোসেন এসে স্ত্রীর সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আখতার হোসেন পিছন থেকে ধারালো ছুরি দিয়ে শরিফার পিঠে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই শরিফা আক্তার মারা যান। নিহত শরিফা আক্তারের আরবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)