আজ সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জৈন্তাপুরে গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় মদসহ আটক ১ আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

বিয়ানীবাজারে ইউএনও গোলাম মুস্তফা মুন্নার শ্রেণিকক্ষে পাঠদান

ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস

বিয়ানীবাজারে ইউএনও গোলাম মুস্তফা মুন্নার শ্রেণিকক্ষে পাঠদান

ছবি: সংগৃহীত


বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না এবার ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশাসনিক দায়িত্বের ব্যস্ততা পেরিয়ে তিনি পৌঁছে গেছেন শিশুদের মাঝে, হাতে নিয়েছেন চক, দাঁড়িয়েছেন শ্রেণিকক্ষে। মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের ক্লাস নেন এবং সরাসরি পাঠদান করেন। 

পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীদের পড়াশোনা, উপস্থিতি ও শৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন। পরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ নাথ সরকার, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী সুজন মিয়া, নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, জনস্বাস্থ্য মেকানিক মো. ইসমাইল পাঠান ও শশাঙ্ক চন্দ্র পাল সহ আরো অনেকে। 

পরিদর্শন শেষে ইউএনও গোলাম মুস্তফা মুন্না বলেন, বিদ্যালয় শুধু পাঠের স্থান নয়, এটি মানুষ গড়ার কেন্দ্র। আমাদের সন্তানেরা যেন আনন্দের সঙ্গে শেখে, বইয়ের পাশাপাশি জীবনের মূল্যবোধও শিখে—এটাই মূল লক্ষ্য। শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। 

ইউএনও এর এমন পাঠদান শিক্ষার্থীদের মনে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। শিক্ষার্থীরা বলেন, স্যার খুব সুন্দরভাবে পড়িয়েছেন। আমরা অনেক কিছু শিখেছি। স্যার আমাদের উৎসাহ দিয়েছেন সময়মতো পড়াশোনা করতে। স্যার খুব আন্তরিক ছিলেন—আমরা সবাই খুব খুশি। 

এদিকে শিক্ষক ও সচেতন মহল ইউএনও’র এই মানবিক ও প্রেরণাদায়ক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শিক্ষার্থীদের মনোবল ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)