আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরে যা নিষিদ্ধ করল মন্ত্রণালয়

হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরে যা নিষিদ্ধ করল মন্ত্রণালয়

ছবি: ইন্টারনেট


দেশের জীববৈচিত্র্য ও জলজ প্রাণের অন্যতম আশ্রয়স্থল টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে এবার কঠোর সুরক্ষা আদেশ জারি করেছে সরকার। অনিয়ন্ত্রিত পর্যটন, শব্দ দূষণ, অবৈধ বালু উত্তোলন ও জলজ বন ধ্বংসের বিরুদ্ধে এই আদেশ কার্যকর হবে অবিলম্বে। এখন থেকে এই দুই হাওরে হাউসবোটে বা নৌযানে উচ্চস্বরে গান-বাজনা বাজানো এবং পার্টি আয়োজন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

 

 

সোমবার (১০ নভেম্বর) পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ক্ষমতাবলে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ জারি করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওরের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম সীমিত রাখা হবে। এর আওতায় হাওরের অভয়াশ্রম বা সংবেদনশীল এলাকায় পর্যটক প্রবেশে বিধিনিষেধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ, নিষিদ্ধ জাল বা বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ ধরা অপরাধ হিসেবে গণ্য হবে।

 

এছাড়া, ১০০ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান চলাচল করা যাবে না, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এবং শিক্ষা সফর বা বিদেশি পর্যটক পরিবহনের জন্য জেলা প্রশাসনের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সুরক্ষা আদেশ লঙ্ঘন করলে তা বাংলাদেশ পানি আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

 

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যা থাকছে। সেগুলো হলো- পাখি ও পরিযায়ী পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। হাওরের জলজ বন বা গাছপালা কেটে ঘর নির্মাণ বা মাছ ধরার কাজে ব্যবহার করা যাবে না। উচ্চ শব্দ সৃষ্টিকারী ইঞ্জিন বা জেনারেটর ব্যবহার করা যাবে না। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিষিদ্ধ। বালু, পাথর বা মাটি উত্তোলন সরকারের অনুমতি ছাড়া করা যাবে না। হাওরে কোনো বর্জ্য ফেলা বা পানির প্রবাহে বাধা দেওয়া যাবে না। 

 

এই আদেশের মাধ্যমে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরের নাজুক পরিবেশ সংরক্ষণের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)