আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আমার জনপ্রিয়তা দেখে একদল অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ এমরান চৌধুরীর

আমার জনপ্রিয়তা দেখে একদল অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ এমরান চৌধুরীর

ছবি: সংগৃহীত


নির্বাচনী মাঠে আমার জনপ্রিয়তা দেখে একদল অপপ্রচার চালাচ্ছে। কিছু নিচু প্রকৃতির মানুষ এসব করছে। এমনটি অভিযোগ করেছেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

রবিবার সন্ধ্যায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমনটি বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি কোনো আইন অমান্য কাজ করি নি। রাষ্ট্রের বিরুদ্ধে কোন কাজ করি নি। জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করেছি এধরণের কোন কিছু নাই। সুতরাং আমি মনে করি এসব একধরনের প্রোপাগাণ্ডা জনগণ তা মেনে নেবে না।

এডভোকেট এমরান চৌধুরী বলেন, মুসলিম দেশ হিসেবে জনগণের একটা আশা আকাঙ্খার জায়গা থেকে কাজ করে গেছেন আমাদের নেতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তিনি সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করেছেন। ধর্ম থাকবে কিন্তু ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, আমরা এটা কখনো হতে দিবো না। যারা কথায় কথায় ধর্ম বলে তারাই ধর্মের অপব্যাখ্যা দেয়। এইসব অপব্যাখ্যাকারীদের বিপক্ষে আমাদের সজাগ থাকতে হবে। এটাকে সামাজিকভাবে আন্দোলন করে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, কেউ যদি বলে যে আমি জান্নাতের টিকেট দিয়ে দিবো, ‘নাউজুবিল্লাহ’ এটা মুসলমান হিসেবে কেউ বলতে পারে না। আমার কৃতকর্মের ফল আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমাকেই পেইড করতে হবে পরকালে। এই ধরনের কথাবার্তার মাধ্যমে কিছু সময়ের জন্য সহজসরল মানুষকে ঠকানো যাবে, তবে বেশি দিন না। সংবাদকর্মী ভাইয়েরা আপনাদের লেখনীর মাধ্যমে এসব অপব্যাখ্যা কারীদের প্রচার করবেন এসব অপব্যাখ্যা কারী। এদেরকে আমরা ধর্মীয়ভাবে সঠিক মনে করি না।

তিনি বলেন, কিছু দিন আগে একটি রাস্তার কাজের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেছেন উনি করেছেন। পরবর্তীতে কাগজপত্র লোকেরা দেখেন আমার সুপারিশ আমি সিগনেচার করেছি। এইটা পরবর্তীতে ইন্জিনিয়ার বলেছেন আপনার এটা দিছি। এগুলো মানুষ বুঝে, আমরা প্রপাগাণ্ডা গেয়ে বেড়াই না। জনগণের কাজ যে পারেন করেন, এমপি হলে তো জনগণের কাজ করতে হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)