রাজধানীর মিরপুরে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা।
এ সময় পুলিশের উপস্থিতিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
আহতদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্ব এই হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.