সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও অবশেষে নাটকীয়ভাবে জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ ম্যাচে তারা নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে।
শুরুতে টসে জিতে প্রথমে বোলিং নেওয়া সিলেটের বিরুদ্ধে নোয়াখালী এক্সপ্রেস ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। মাহিদুল ইসলাম আনকন সর্বোচ্চ ৬১ রান করেন। ৪৮ বলের ইনিংসে তিনি ৬ চার ও ২ ছক্কার সাহায্যে দলের রান যোগ করেন। সিলেটের পক্ষে নিয়ন্ত্রিত বোলিং দেখান খালেদ আহমেদ ও সাইম আইয়ুব।
জবাবে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের শুরুটা ভালো হলেও পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে দল বিপদে পড়ে। জাকির হাসান ১৩ রানে আউট হন, তাকে ফেরান মেহেদী হাসান রানা এবং ক্যাচ নেন হায়দার আলী। এরপর পারভেজ হোসেন ইমন ৪১ বলেই ৬০ রানের কার্যকর ইনিংস খেলেন।
মধ্যবর্তী ওভারে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেষ ওভারে হাতে থাকে মাত্র এক উইকেট, কিন্তু প্রয়োজনীয় রান সংগ্রহ করে সিলেট ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রান তুলতে সক্ষম হয়। জয়ের ফলে বিপিএলের শুরুতে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট নিশ্চিত হলো সিলেট টাইটান্সের জন্য।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.