আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

সিলেটের ৬টি আসনে মনোনয়ন পেলেন ৩৫ জন

সিলেটের ৬টি আসনে মনোনয়ন পেলেন ৩৫ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষ করেছেন রিটার্নিং কর্মকর্তা। যাছাই শেষে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন কারণে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে।


জানা গেছে, সিলেটের ৬টি আসনে জমা দেওয়া মোট ৪৭টি মনোনয়নপত্রের মধ্যে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৫ জন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত প্রার্থীদের আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) বেলা ১টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিয়ে তাদের মনোনয়ন বাতিল করা হবে বলে ঘোষণা করেছেন সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা।

 

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত জানান। তিনি জানান, যেসব প্রার্থীর মনোনয়ন দ্বৈত নাগরিকত্ব বাতিল সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে আপাতত স্থগিত করা হয়েছে, তাদের বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রমাণপত্র না থাকায় তার মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে।

 

সিলেট-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও বিএনপি প্রার্থী লুনার ছেলে আবরার ইলিয়াস এবং অপরজন আব্দুস শহীদ। এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত নথিতে অসঙ্গতি পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
 

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্ব বাতিল সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে আপাতত স্থগিত করা হয়েছে। একই আসনে এক শতাংশ ভোটারের দেওয়া তথ্য ও স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা ও মাইনুল বাকরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

 

সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়নপত্র দলের কেন্দ্রীয় কমিটির কাগজপত্রে অসঙ্গতি থাকায় আপাতত স্থগিত রাখা হয়েছে।

সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাউফুদ্দিন খালেদের মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগে বাতিল করা হয়েছে।
 

সিলেট-৬ আসনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়নপত্র এবং আয়কর সংক্রান্ত কাগজপত্রের অসঙ্গতির কারণে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র আপাতত স্থগিত করা হয়েছে। এছাড়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)