ছবিঃ সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জ বৈষম্যবিরোধী মামলার আসামী রাহিন আহমদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাহিন আহমদ উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের সহিবুর রহমানের পুত্র। সোমবার (৫ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গোলাগঞ্জ থানার এসআই আবু সাঈদ জানান, গ্রেফতারকৃত রাহিন ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার আসামী। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.