আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩টি মামলায় ভ্রাম্যমাণ আদালত ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

জানা যায়, পৌর এলাকার দাড়িপাতন গ্রামে অবৈধভাবে মাটি কেটে পুকুর ভরাটের অপরাধে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা, সরস্বতী নামক এলাকায় অবৈধভাবে মাটি কেটে নিজ জমি ভরাটের অপরাধে অপর আরেক ব্যাক্তিকে ৭৫ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে একটি হোটেলকে ১০ হাজার টাকাসহ ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, 'জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)