সিলেট নগরের জেল রোড এলাকা থেকে কামরান আহমদ সজল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজল ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সজলের বাড়ি নগরের শিবগঞ্জে। তিনি ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন,নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা সহ বিশটি মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.