আজ রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫

 শিরোনাম
আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০২৬ ফিফা বিশ্বকাপ: কঠিন গ্রুপে কোন দল, কারা পেল সহজ প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার পায়তারা চলছে: শফিকুর রহমান ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া সিলেটে হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন এক রাসূলপ্রেমিকের কালজয়ী প্রেমগাথা: কাসিদায়ে বুরদা সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা

মাউন্ট এভারেস্টের চূড়ায় সিলেটের আকি

মাউন্ট এভারেস্টের চূড়ায় সিলেটের আকি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর


পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শসহ একাধিক পর্বত জয়কারী ব্রিটিশ বাংলাদেশি পর্বতারোহী সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরপাড়ের ছেলে আখলাকুর রহমান ওরফে আকি রহমান দ্বিতীয়বার নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমা দাব্ল‍্যাম জয় করেছেন।

বুধবার নেপালের স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে তিনি আমা দাব্ল্যামের চূড়ায় পৌঁছান তিনি। প্রতিবারের মতো এবারও তিনি পর্বত চূড়ায় পৌঁছানোর পর বাংলাদেশের পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করে আকি রহমান মুঠোফোনে বলেন, দেশের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পর্বতচূড়ায় পতাকা উড়িয়েছি। আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমার এ অর্জন শুধু আমার নয়, আমার মাতৃভূমিরও। সবার দোয়ায় আমি এক সঙ্গে ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মিশনে রয়েছি।

আকির খালাতো ভাই সামিনুর রহমান জানান, গত ১৬ সেপ্টেম্বর ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মিশন নিয়ে আকি যুক্তরাজ্য থেকে নেপালে যান। ২৫ সেপ্টেম্বর নেপালের মানাসলু জয়ের পর ১৫ অক্টোবর আমা দাব্ল‍্যাম জয় করেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, পর্বতারোহী আখলাকুর রহমান আকি জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরবেষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম ইছকন্দর আলীর ছেলে। তিনি বিশ্বজুড়ে আকি রহমান নামেই পরিচিত। জন্মসূত্রে আকি রহমান বাঙালি। তিনি মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যে। তাঁর শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। পাঁচ ভাইয়ের মধ্যে আকি রহমান সবার বড়। তার স্ত্রী হেনা রহমান। দাম্পত্যজীবনে আকি রহমান তিন সন্তানের জনক। ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজানিয়ার সবচেয়ে উঁচু পর্বত, যার উচ্চতা ৫ হাজার ৮৯৫ মিটার এবং মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন তিনি।

এরপর ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটারের মন্ট ব্লাংক; একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস; যা কিনা মাত্র ৮ ঘণ্টায় আরোহন করে বিজয়ী হন। এর পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন আকি রহমান। ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমা দাব্ল‍্যাম জয় করেন তিনি, যার উচ্চতা ৬ হাজার ৮৫৬ মিটার। ২০২২ সালের ১৩ মে হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের মাধ্যমে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্টজয়ীর তালিকায় নাম লেখান বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আকি। এরপর তিনি ২০২৪ সালের ২২ মে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শ করেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)