প্রবাসী অধ্যুসিত বিয়ানীবাজারের বৈরাগীবাজারে ক্রীড়া প্রেমি তরুণ, যুবকসহ সব বয়সী মানুষের জন্য আধুনিক সুবিধা নিয়ে স্থাপিত হয়েছে তাহিয়া স্পোর্টস কমপ্লেক্স। সোমবার দুপুরে তাহিয়া স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তুতার সভাপতিত্বে অতিথি ছিলেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, মুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ আল মামুন, স্ট্যান্ডার্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক মশিউর রহমান, ডাচবাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক তোফায়েল মাহমুদ, প্রবীন মুরব্বি এনামুল হক, শামস উদ্দিন, আবুল কালাম মনু, রমজান আলী ও আছার উদ্দিনসহ স্থানীয়রা ক্রীড়া সংগঠক ও তাহিয়া স্পোর্টস কমপ্লেক্সের দায়িত্বশীলরা।
আন্তর্জাতিক মানের এ ইনডোর স্টেডিয়ামে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তিতে চায়নার সিনতেটিক ট্রার্ফ বসানো হয়েছে। খেলাধুলার সাথে মনোরঞ্জন, রুচিশীল পরিবেশে তাহিয়া স্পোর্টস কমপ্লেক্স বিয়ানীবাজার-সিলেট প্রধান সড়কের আব্দুল্লাহপুর ত্রিমুখ থেকে বৈরাগীবাজার সড়ক সংলগ্নে গুণগত মান সমৃদ্ধ একটি আধুনিক কমপ্লেক্স স্থাপন করা হয়েছে।
কুশিয়ারা নদীর সবুজ প্রকৃতির মধ্যে কৃত্রিম আলোর এ মিডিয়াম ইনডোর কমপ্লেক্স মিনিবার ও মিডিয়াম ফুটবল খেলার উপযোগী হিসাবে গড়ে তোলা হয়েছে। দিন রাতের খেলার সুবিধাসহ প্রয়োজনীয় সকল সুবিধা নিয়ে সোমবার কমপ্লেক্সটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
আন্তর্জাতিক মান সমৃদ্ধ এ ইনডোরের ভেতরে বল রাখতে মাঠের নির্দিষ্ট সীমানা নিহ্নিত এবং উপরে ছাদ থাকায় যে কোন মৌসুমে খেলাধুলার উপযোগী করে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। মাঠের পরিবেশ খেলোয়াড় ও দর্শকদের বিনোদিত করবে বলে জানান দায়িত্বশীলরা।
বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার সংলগ্ন এলাকায় যাত্রা শুরু করা তাহিয়া স্পোর্টস কমপ্লেক্সটি এ অঞ্চলের খেলাধুলার নতুন অধ্যায়ের সুচনা করলো।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.