ছবি: আহমদ রেজা চৌধুরী
বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার গড়রবন্দ এলাকায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের কুশিয়ারার ভাঙনে নতুন করে তলিয়ে গেছে নদীর চর ও দুটি দোকানসহ এলাকার বসতবাড়ির আঙিনাসহ বেশ কিছু অংশ।
ভাঙনের ঝুঁকিতে পড়েছে গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রামের একমাত্র সড়ক, ঘরবাড়িসহ বিস্তীর্ণ এলাকা। নদী ভাঙন আতংকে রাত পার করছেন বাসিন্দারা।
শুষ্ক মৌসুমে কুশিয়ারা নদীতে পানি কমলেও ভাঙনের তীব্রতা দেখা দেয়। নদীর পাড়ে থাকা দুটি দোকান ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গড়রবন্দ গ্রামের একমাত্র সড়কও ধসে পড়েছে।
এলাকাবাসীর আশঙ্কা—দ্রুত নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে গড়রবন্দ গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে…
নদী ভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে জানিয়ে ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তুতা বলেন, যত সময় যাচ্ছে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।
গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, স্কুল ভবনের পাশে থাকা সড়ক নদী ভাঙনে বিলীন হওয়ার উপক্রম দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকলে ভবনও ঝুঁকিতে পড়বে। এ অবস্থায় ত্রছাত্রীরা আতঙ্কে ক্লাস করছে।।
কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে প্রশাসনের দায়িত্বশীলদের আহবান জানান।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.