আজ বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর ২০২৫

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুবাগ ইউনিয়নের দক্ষিণ চরিয়া গ্রামের তাজুল হোসেনের ছেলে ও দুবাগ আইডিয়াল একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মহসিনের। বুধবার সন্ধ্যায় দুবাগের শেওলা সেতু সংলগ্ন চত্বরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মহসিনের মোটর সাইকেলকে বিপরীত দিক থেকে মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি সড়ক থেকে ছিটেকে পড়েন। তার মাথা, মুখ ফেটে যায় এবং পা ভেঙ্গে যায়। গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সিলেটের হাসপাতালে নেওয়ার পথে চারখাইয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

 

শিক্ষার্থী মহসিনের তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষাকসহ স্থানীয়দের মাঝে শোক বিরাজ করছে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)