আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

 শিরোনাম
আমিরাতে ৪৪০ বাংলাদেশি রাজকীয় ক্ষমা পেলেন বোর্ডের কর্তা নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম খেলোয়াড়দের সিলেটে ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ সজল গ্রেপ্তার বিয়ানীবাজারে বিএনপিতে যোগ দিলেন সাবেক শিবির নেতা গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজারে তরল গ্যাসের চরম সংকট কমলগঞ্জে মাছের মেলায় ২৫ কেজি ওজনের বোয়াল গত বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪, ১৩২ জনই মোটর সাইকেল আরোহী সিলেটের বিশ্বনাথে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিয়ানীবাজারে পুলিশের অভি/যানে ৬‘শ কেজি ভারতীয় জিরা উদ্ধার- গ্রেপ্তার ২ জন

গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীকে যৌণ নিপিড়ন, ইয়াছিনের বিরুদ্ধে অ/ভি/যো/গ

গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীকে যৌণ নিপিড়ন, ইয়াছিনের বিরুদ্ধে অ/ভি/যো/গ

সিলেটের গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডার টিকটক বখাটে ইয়াছিনের বিরুদ্ধে নারী নির্যতন আইনে মামলা হয়েছে।

 
 

প্রবাসীর স্ত্রীকে যৌণপীড়নের অভিযোগে মামলা করা হয়। সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার বেটুয়ারপারের জনৈক রিমেল ইসলাম বুধবার (১০ ডিসেম্বর) গোয়াইনঘাট থানায় এ মামলা (নং ৮/১০/১২/২৫) দায়ের করেন।

 

মামলায় ইয়াছিনের মা কুলসুমা বেগমকেও আসামী করা হয়েছে, ।

 

অভিযুক্ত ইয়াছিন আহমেদ (২৩) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছ গ্রামের ছয়ফুল আহমদের ছেলে।

 

অভিযোগ প্রকাশ, ইয়াছিন আহমেদ ফুলতৈলছৈল গ্রামের বাসিন্দা হলেও পুরো উপজেলাজুড়ে রয়েছে তার শক্তিশালী কিশোরগ্যাং নেটওয়ার্ক। সে তার গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্যক্ত করার পাশাপাশি প্রায়ই গৃহবধূদেরও উত্যক্ত করে থাকে।

 

সর্বশেষ সে তার নিজ গ্রামের প্রতিবেশী প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীকে (২৬) একাধিক মোবাইল ফোনে উত্যক্ত করার পাশাপাশি খারাপ কাজের প্রস্তাব দিতে থাকে। মহিলা তার সবকটি মোবাই ব্লক করে দিলে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে।

 

গত ২৩ নভেম্বর ইয়াছিন ওই প্রবাসীর ঘরে হানা দেয় তার স্ত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রবাসীর স্ত্রীর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে সে দৌড়ে পালিয়ে যায়।

 

এঘটনায় প্রবাসীর স্ত্রীর ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে থানায় মামলাটি রুজু করে।

 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনির উজ জামান মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে আসামী আত্মগোপনে চলে গেছে। তবে মামলার এফআইআরও হয়েছে।

তাকে গ্রেফতারে তল্লাশী অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)