তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার আধাবেলা বন্ধ থাকবে সিলেটের সকল মার্কেট ও বিপনী বিতান।
মঙ্গলবার সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে বুধবার সিলেটের সকল মার্কেট আধাবেলা দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অভিভাবককে হারিয়েছে। একটি সোনালী রাজনৈতিক জীবনের সমাপ্তী হলো। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া তার ভালবাসার দেশ এবং মানুষগুলোকে ছেড়ে অনন্তের পথে যাত্রা করলেন সারা দেশের মানুষকে কাঁদিয়ে। যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও আপসহীন নেত্রী। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু লড়াই করে গেছেন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেধনা জ্ঞাপন করেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.