আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

বিয়ানীবাজারের জাহাঙ্গীর আদিল সামদানী রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি

বিয়ানীবাজারের জাহাঙ্গীর আদিল সামদানী রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি

বিয়ানীবাজারের কৃতী সন্তান জাহাঙ্গীর আদিল সামদানী বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল (Rear Admiral) পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁর এই সাফল্যে বিয়ানীবাজার উপজেলাসহ পুরো এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

পদমর্যাদার দিক থেকে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল সেনাবাহিনীর মেজর জেনারেল এবং বেসামরিক প্রশাসনের সচিব পদমর্যাদার সমমান। দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় এ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

 

এই অর্জন শুধু একজনের নয়—এটি গোটা বিয়ানীবাজার উপজেলা বাসীর গৌরব। দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি এই সম্মানজনক পদে অধিষ্ঠিত হয়েছেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)