আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার ব্যবহারে বা কথায় কেউ আঘাত পেয়ে থাকলে মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তারেক রহমান

বেগম খালেদা জিয়ার ব্যবহারে বা কথায় কেউ আঘাত পেয়ে থাকলে মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তারেক রহমান

ছবিঃ তারেক রহমান


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার নামাজ শেষে তাকে দাফনের জন্য নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন।

তারেক রহমান তার বক্তব্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোন ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।

খালেদা জিয়ার ব্যবহারে বা কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মায়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চান তারেক রহমান।

তিনি বলেন, দোয়া করবেন আল্লাহ তায়ালা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)