বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলায় ১ জন এবং গ্রেপ্তারী ও সাজা পরোয়ানাসহ আরোও ২ জনকে গ্রেফতার করা হয়। বুধবার পৃথক সময়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর নাওয়ালার মোঃ আফতাব আলীর বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ আফতাব আলী (৪০)-কে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আলীনগর ইউনিয়নের রামদা বাজার থেকে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জুনায়েদ আজম চৌধুরী (৫০)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। পুলিশের অপর অভিযানে তক্ষিণ পাহাড়িয়াবহর এলাকা থেকে বড়লেখা থানার মামলা নং-১২ (৩)২২ এর সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সালাম ওরফে সালমান এবং গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী রায়হান আহমদকে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, আসামীদের যথাযথ প্রক্রিয়ায় বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আরোও জোরদার করা হবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.