রাজনীতিতে মাঠে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত সিলেট-১ এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০জন প্রার্থী। এরমধ্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী সঞ্জয় কান্ত দাসের পেশা ‘টিউশনি’।
মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হফলনামায় এমনটি উল্লেখ করেছেন তিনি।
এই আসনে ব্যবসায়ী ও আর প্রবাসী প্রার্থীদের ভিড়ে বাসদের প্রার্থী সঞ্জয় আয়ের দিক থেকেও পিছিয়ে আছেন। টিউশনি পেশায় থাকা সঞ্জয়ের মাসিক আয় ২৫ হাজার টাকা।
সঞ্জয় কান্ত দাসের কোন স্থাবর সম্পদও নেই। তার নির্ভশীলদেরও কোন সম্পদ নেই। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.