আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা, বাদ জাকের

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা, বাদ জাকের

ছবিঃ বাংলাদেশ ক্রিকেট দল


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন কুমার দাসের দলে জায়গা হারিয়েছেন জাকের আলী অনিক।

 
 

বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না জাকের আলী অনিক ও নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দুজনের একজনও নেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে।

 

জানা যায়, বিসিবির ঘোষিত দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের। তার পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। টপ অর্ডারে লিটন-সাইফের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারের ভরসা হিসেবে থাকছেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন।

 

পেস আক্রমণে অভিজ্ঞতার পাল্লাই ভারী। দলের পেস ইউনিটে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও জায়গা ধরে রেখেছেন। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

 

 

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, তানজিম সাকিব।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)