মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৭ কিশোরকে বাইসাইকেল ও আরও ৪৮ জনকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং শিশু-কিশোরদের মসজিদমুখী করতে হযরত শাহ্ সর্দার মুহাম্মদ (রহ.) মাহফিল বাস্তবায়ন পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আমতৈল মাজার মসজিদ প্রাঙ্গণে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
শুরু থেকে মোট ৬০ জন কিশোর এই কর্মসূচিতে অংশ নিলেও নিয়মিত জামাতে উপস্থিত না হওয়ায় ৫ জন বাদ পড়ে। বাকি ৫৫ জন নিরবচ্ছিন্নভাবে টানা ৪০ দিন নামাজ আদায় করতে সক্ষম হয়। এরমধ্যে লটারির মাধ্যমে ৭ জনকে বাইসাইকেল দেওয়া হয়।
মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাহেদুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক শাহজাহান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। উদ্বোধক ছিলেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আহসান উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন দারুসসুন্নাহ মডেল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল খন্দকার অজিউর রহমান আসাদ, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম. মুক্তাদির হোসেন, বর্তমান সভাপতি মো. নাজমুল ইসলাম, আমতৈল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফরিদ উদ্দিন, মসজিদের সাধারণ সম্পাদক মো. রওফুর রাজা, সাংবাদিক মহিউদ্দিন রিপন, সৈয়দ মিছবাহ ও আশিকুল ইসলাম বাবু প্রমুখ।
পুরস্কার পাওয়া কিশোর মাহদি ইসলাম শাফি, নাজমুস সিয়াম ও জাবির খান বলেন, টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে আমরা এখন অভ্যস্ত। শুধু পুরস্কারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জীবনের বাকি সময় জামাতে নামাজ পড়তে চাই।
অনুষ্ঠানে মাত্র ১৮ মাসে সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করায় ৯ বছরের কিশোর রেদওয়ান আহমেদ মারিয়ানকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.