ছবি: সংগৃহীত
জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী কুলাউড়া শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।
সকালে তিনি নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বিকেলে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে তিনি সন্ধ্যায় আহমদাবাদ জামেয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ওয়াজ মাহফিলে যোগ দেন এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
রাতে তিনি শহরের সর্ববৃহৎ মিলি প্লাজা মার্কেটে গণসংযোগকালে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ীরা তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বরণ করেন। মতবিনিময়সভায় তিনি ব্যবসায়ীদের কল্যাণে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়ব, সেক্রেটারি মনসুর আহমদ তালুকদার, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তিহান তালুকদার প্রমুখ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.