আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর বিয়ানীবাজার পৌরশহরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছেন। রায়কে স্বাগত জানিয়ে তারা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন তারা।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে ছাত্রশিবিরের নেতৃত্বে তারা জড়ো হন। এসময় তারা রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা জাকির হোসেন, রাসেল আহমদ, রেদওয়ানুল করিম রামিম, জেলা ছাত্রশিবির নেতা আমিনুল ইসলাম, ময়নুল ইসলাম, ছাত্রশিবির উপজেলা দক্ষিণের সভাপতি ফাতেহুল ইসলাম, কলেজ সেক্রেটারি তোফায়েল হাসান তোহা প্রমুখ।
জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.