আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

 শিরোনাম
আমিরাতে ৪৪০ বাংলাদেশি রাজকীয় ক্ষমা পেলেন বোর্ডের কর্তা নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম খেলোয়াড়দের সিলেটে ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ সজল গ্রেপ্তার বিয়ানীবাজারে বিএনপিতে যোগ দিলেন সাবেক শিবির নেতা গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজারে তরল গ্যাসের চরম সংকট কমলগঞ্জে মাছের মেলায় ২৫ কেজি ওজনের বোয়াল গত বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪, ১৩২ জনই মোটর সাইকেল আরোহী সিলেটের বিশ্বনাথে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিয়ানীবাজারে পুলিশের অভি/যানে ৬‘শ কেজি ভারতীয় জিরা উদ্ধার- গ্রেপ্তার ২ জন

রজব মাসের চাঁদ দেখা গেছে, শুরু হলো রমজানের ক্ষণগণনা

রজব মাসের চাঁদ দেখা গেছে, শুরু হলো রমজানের ক্ষণগণনা

পবিত্র রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব। সেই অপেক্ষায় নতুন করে গতি এলো রজব মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২০ ডিসেম্বর) চাঁদ দেখা যাওয়ায় রোববার (২১ ডিসেম্বর) থেকে রজব মাসের প্রথম দিন গণনা করা হচ্ছে।

 
 

আরব আমিরাতের সংবাদমাধ্যম গলফ নিউজ জানিয়েছে, হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস রজব ইসলামের চারটি পবিত্র মাসের অন্যতম। এই মাসকে ঘিরেই রমজানের প্রস্তুতি শুরু হয় মুসলমানদের মধ্যে। রজবের পর শাবান মাস শেষ হলেই আসে সিয়াম সাধনার মাস রমজান। ফলে রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রমজানের আনুষ্ঠানিক ক্ষণগণনাও শুরু হয়ে গেল।

 

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। সে হিসেবে রজব ও শাবান, এ দুই মাসই যদি পূর্ণ হয়, তবে আনুমানিক ৬০ থেকে ৬১ দিন পর রমজান মাস শুরু হতে পারে। তবে রমজানসহ যেকোনো হিজরি মাসের সূচনা সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপরই নির্ভরশীল।

 

এদিকে আবুধাবির স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটায় আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজব মাসের চাঁদ দেখা যায়।

 

চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঁদ দেখার কার্যক্রমে চার সদস্যের একটি বিশেষ দল অংশ নেয়। দলের সদস্যরা হলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)