সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম দুলাল আহমদ (২৮)। তিনি জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল গ্রামের মৃত ছরকুম আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা রাতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পশ্চিম মাদারখাল এলাকার দুলাল আহমেদের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে আসামির বসতবাড়ির চাউলের ড্রামের ভেতরে সংরক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম থেকে মোট ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে দুলাল আহমদকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.