বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়।
ওই ফ্লাইটের যাত্রী তারেক রহমান, ডা. জুবায়েদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ আরও অনেকেই রয়েছেন। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ মিনিটে যাত্রাবিরতির জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তার স্বার্থে তিনি সিলেটে বিমান থেকে নামবেন না।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে যাত্রাবিরতি ঘিরে ওসমানী বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম।
তিনি জানান, তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। বিমানবন্দর এলাকায় প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানবাহনেও তল্লাশি চালাচ্ছেন।
এসময় বিমানবন্দর এলাকায় কোনো ধরনের জনসমাগম না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকেও নেতাকর্মীদের ভিড় না করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
একঘন্টা বিরতি দিয়ে ফ্লাইটটি ১০টা ৫৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.