আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

সিলেটের বিশ্বনাথে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত


সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বেলায়েত হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতের অভিযানে উপজেলার দেওকলস এলাকা থেকে তাকে আটক করা হয়। বেলায়েত হোসেন দেওকলস আগ্নেপাড়া গ্রামের মৃত মজমিল মিয়ার ছেলে।

বিশ্বনাথ থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআরভুক্ত তিনটি মামলায় সাজা পরোয়ানা জারি ছিল। এসব মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজা রয়েছে।

গ্রেপ্তার অভিযানে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। 

আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)