২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিয়ানীবাজার উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১ লাখ ১৬ হাজার পাঠ্যবইয়ের চাহিদা নির্ধারণ করা হয়েছিল। এবার সেই চাহিদা অনুযায়ী শতভাগ বই নভেম্বরের মাঝামাঝি সময়ে উপজেলায় পৌঁছেছে। বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন।
শিক্ষা অফিস জানায়, বইগুলো বর্তমানে উপজেলা পর্যায়ে সংরক্ষিত, এবং খুব শিগগিরই স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা সময়মতো নতুন বই হাতে পেয়ে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে পারবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, সরকারের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করছে।
বিগত ২০১০ সাল থেকে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে আসছে, যা দেশের শিক্ষাব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.