আজ বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬

 শিরোনাম
আমিরাতে ৪৪০ বাংলাদেশি রাজকীয় ক্ষমা পেলেন বোর্ডের কর্তা নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম খেলোয়াড়দের সিলেটে ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ সজল গ্রেপ্তার বিয়ানীবাজারে বিএনপিতে যোগ দিলেন সাবেক শিবির নেতা গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজারে তরল গ্যাসের চরম সংকট কমলগঞ্জে মাছের মেলায় ২৫ কেজি ওজনের বোয়াল গত বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪, ১৩২ জনই মোটর সাইকেল আরোহী সিলেটের বিশ্বনাথে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিয়ানীবাজারে পুলিশের অভি/যানে ৬‘শ কেজি ভারতীয় জিরা উদ্ধার- গ্রেপ্তার ২ জন

বৈরাগীবাজারে ইমনের হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বৈরাগীবাজারে ইমনের হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

একটি আইফোনের লোভে বন্ধুর হাতে নৃশংসভাবে খুন হওয়া যুবক বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের ইমন আহমদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার বাদ জুমা সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের ঘাতকদের শাস্তি দাবি ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে বৈরাগীবাজারের আব্দুল্লাহপুর ত্রিমোহনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, একটি আইফোনের লোভে পরিকল্পিতভাবে ইমনকে হত্যা করা হয়েছে—যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রধান সন্দেহভাজন আশরাফুল ইসলাম গ্রেপ্তার হলেও তার সহযোগীসহ অন্যান্য জড়িতরা এখনো পলাতক। তারা দাবি জানান হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

 

স্থানীয়দের দাবি, লাশ উদ্ধারের সময় যে চিত্র দেখা গেছে, তা থেকে স্পষ্ট এ হত্যাকা- একা কারও পক্ষে করা সম্ভব নয়। ইমনের হাত ও পা নতুন একটি দড়ি দিয়ে বাঁধা ছিল।

প্রসঙ্গত, নিহত ইমন আহমদ বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার নামনগর গ্রামের মৃত আব্দুল মতলিবের কনিষ্ঠ পুত্র। গত ৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নিখোঁজ হন তিনি। পরবর্তীতে ১০ ডিসেম্বর বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেশ্বর এলাকা একটি ডোবা থেকে হাত পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ। এ ঘটনায় ১০ ডিসেম্বর ইমনের বড়ভাই জাবেদ আহমদ বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং ২) দায়ের করেন। মামলায় ইমনের বন্ধু নামনগর এলাকার আশরাফুল করিম এবং তার সমন্ধি টাঙ্গাইলের ঘাটাইল এলাকার সাজিদুল ইসলাম মুন্নার নাম উল্লেখ্য এবং অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে সাজিদুল ইসলাম মুন্না পলাতক থাকলেও পুলিশ আশরাফুল করিমকে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত আশরাফুল করিম হত্যাকা-ের কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতের কাছে জবানবন্ধি দিয়েছেন। তার সমন্ধি সাজিদুল ইসলাম মুন্নাসহ জড়িত অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)