ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাইয়ান হোসেন রাফসান (৯) নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুর ৩টার দিকে জকিগঞ্জের ভরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেইটের সামনে বেপরোয়া গতির একটি টমটম গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রাফসান জকিগঞ্জ উপজেলার মমিনপুর গ্রামের ছলন আহমদের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের এর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, স্কুল থেকে ফিরে বাড়িতে ব্যাগ রেখেই সে বাজারে যাওয়ার জন্য বের হয়েছিল। মুমিনপুর গেইট এলাকায় পৌঁছালে বেপরোয়াভাবে ছুটে আসা একটি টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা টমটম গাড়িটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৯ বছর বয়সী একমাত্র সন্তানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে রাফসানের মা-বাবা শোকে পাথর হয়ে গেছেন। তাদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে এবং জকিগঞ্জ উপজেলা জুড়েই নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা এই দুর্ঘটনার জন্য টমটম সহ অন্যান্য অবৈধ ও দ্রুতগতির যানবাহনকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, এই ধরনের যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় এক ব্যক্তি বলেন, আর কত নিরীহ মানুষের প্রাণ ঝরলে মেইন সড়কে অবৈধ টমটম চলাচল বন্ধ হবে। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে এই মৃত্যু মিছিল থামানো সম্ভব হবে না।
এলাকাবাসীর জোর দাবি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে অনতিবিলম্বে মেইন সড়কগুলোতে অবৈধ টমটমের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হোক।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.